সকল মেনু

ইলিশ ভাজা ও মুড়ি দিয়ে চাঁদপুরবাসীকে আপ্যায়ন করা হবে

ilishশাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার চাঁদপুরের জনসাধারণকে মুড়ির সাথে ইলিশ ভাজা খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। চাঁদপুরের জেরা প্রশাসক এই উদ্যোগ নিয়েছেন। স্থানীয় মাছ ব্যবসায়ী সমিতি ইলিশ ভাজা ও মুড়ি স্পন্সর করবে। প্রথমে সকাল ন’টায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পর্যটন দিবসের র‌্যালি বের করা হবে। র‌্যালিটি যেয়ে শেষ হবে চাঁদপুরের তিন নদীর মোহনা হিসেবে খ্যাত বড়ষ্টেশন ‘মোল হেডে’। সেখানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানেই উপস্থিত দর্শকদের ইলিশ ভাজা ও মুড়ি দিয়ে আপ্যায়িত করা হবে। সোমবার বিকেলে এ বিষয়ে চাঁদপুর শহরে মাইকিং করে শহরবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে।  চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুর সবুর মন্ডল জানিয়েছেন,‘ চাঁদপুরকে ইতিমধ্যে সিটি অব হিলশা’ বা ইলিশের শহর ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top