সকল মেনু

খানসামায় মাদক ধুমপান সন্ত্রাসও জঙ্গীবিরোধী সাইকেল র্যালী পথসভা

unnamedফারুক আহম্মেদ  খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় আজ সকাল ৯ টায় মাদক  ধুমপান সন্ত্রাসও জঙ্গীবিরোধী সাইকেল র্যালী পথসভা অনুষ্ঠিত। খানাসামা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রায় ৭কি:মি: দৈর্ঘ সাইকেল র্যালীতে খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমানের নেতৃত্বে খামার পাড়া  ইউনিয়নের চেয়ারম্যান সাজেদুল হক সাজু , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ইয়থ ফোরামের সদস্য, ইউপি সচিব, মেম্বার ও সাংবাদিক অংশগ্রহন করে । র্যালীটি খামার পাড়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ৩ কি:মি পথ অতিক্রম করে উপজেলার দুহশুহ বহুুমুখী  উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে মিলিত হয় । সেখানে এক
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন , আমরা সবাই নিজের জীবন কে সবচেয়ে বেসি ভালোবাসি । তাই নিজের জীবনকে ভালোবাসলে মাদককে না বলতে হবে । সকল মাদকদ্রব্যই আইনে নিষিদ্ধ । ধর্মেও নিষিদ্ধ। মাদক ও ধুমমান জীবন নষ্টকারী । ধুমপান এবং মাদক দ্রবের ফলে ক্যান্সার, ও
পড়ালেখার ক্ষতি হয় । তাই এটা থেকে দুরে থাকতে হবে তিনি আরো বলেন সন্ত্রাস জঙ্গীবাদ আমাদের দেশে এখন সবচে বেশি সেই জন্য সন্ত্রাস ও জঙ্গীবাদ  থেকে বিরত থাকতে হবে । সভায় আরো বক্তব্য রাখেন, ৪নং খামার পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাজেদুল হক সাজু ,খানসামা উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার  আজমল হক, মহিলা বিষয়ক আফিসার ওবাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার বোজান আলী, ও খানসামা উপজেলার ATO বুলবুল হোসেন,  ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top