সকল মেনু

পার্বতীপুরে দিনব্যাপি কর্মশালা

unnamedরাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর):  প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ ও কারিতাস জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের আওতায় আজ বুধবার দুপুরে পার্বতীপুর উপজেলা হল রুমে দিনব্যাপি টেকসই দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। কর্মশালায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইদ্রিস আলী, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী রবীন্দ্রনাথ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ মাজেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, দিনাজপুর অঞ্চলের কারিতাসের সহকারী প্রকল্প কর্মকর্তা হিরা লাল, প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ মার্কেট ডেভেলপমেন্ট ফিল্ড ফ্যাসিলেটর রকিবুজ্জামান, কারিতাস জলবায়ু সহিষ্ণু কৃষি প্রকল্পের মাঠ কর্মকর্তা জোসেফ সরেন, গ্রাম বিকাশ কেন্দ্রেও প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঃ হাকিম, পৌর মহিলা কাউন্সিলর মালেকা জালাল ও পলাশবাড়ী ইউপি মহিলা সদস্যা মাহিয়া বেগমসহ ৩০ জন অংশ গ্রহন করেন। জানা যায়, কারিতাস বাংলাদেশ, ক্যাফোড ইউকে এবং ডিএফআইডি এর আর্থিক ও প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ২০১৫ সালের ১৫ জুলাই থেকে ‘জলবায়ু সহিষ্ণু কৃষি’ র্শীষক একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top