সকল মেনু

গোমূত্র গবেষণায় ভারতে বিশ্ববিদ্যালয় !

india-home_34379হটনিউজ ডেস্ক :  কিছুদিন আগে খবরে বের হয়েছিল, ভারতে গোমূত্রের দাম গরুর দুধের চেয়ে বেশি। এবার আরেক চমক লাগানো খবর হলো-গোমূত্র নিয়ে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় তৈরি হতে যাচ্ছে দেশটিতে। গরুর দুধ, গোমূত্র ও গোবর নিয়ে ডিপ্লোমা ও গবেষণা চালুর জন্য হরিয়ানা সরকারকে প্রস্তাব দিয়েছে গৌসেবা আয়োগ। আয়োগের চেয়ারম্যান ভানি রাম মঙ্গলা এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিগগিরিই আলোচনা করবেন বলে জানা গেছে। ভানি রাম বলেন, আমরা গোবর ও গোচানা নিয়ে গবেষণা করতে চাই। এতে যুব সম্প্রদায়ের চাকরির সুযোগ বাড়বে। তাছাড়া গরু থেকে বেশি বেশি দুধও পাওয়া যাবে বলে দাবি তার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top