সকল মেনু

কোটালীপাড়ায় হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা

unnamedগৌরাঙ্গ লাল দাস,গোপালগঞ্জ প্রতিনিধি:  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাহিত্যিক, কবি খান আজিজুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় প্রেসক্লাবের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা। আলোচনা সভায় কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, প্রভাষক মিন্টু রায়,কবি খান চমন-ই-এলাহী,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান বাদল, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এস এম ই¯্রাফিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত ও গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।বক্তারা বলেন, খান আজিজুল হক ছিলেন একজন প্রতিবাদী কবি। তার প্রতিটি কবিতায় প্রতিবাদেও সুর ধ্বনিত হয়েছে। হৃদয়ে মুজিবাদ ও তরুন কবি নতুন প্রিয়া তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। উল্লেখ্য খান আজিজুল হক ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top