সকল মেনু

জ্ঞান ছাড়া শ্রম মূল্য সৃষ্টি করতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

unnamedরাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর): প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আলহাজ্ব এড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, জ্ঞান ছাড়া শ্রম মূল্য সৃষ্টি করতে পারে না। আজ শনিবার দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে রিক্সাভ্যান, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে একথাগুলো বলেন। উপজেলা প্রশাসন আয়োজিত উল্লেখিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন আদিবাসী নেতা বুলাই মাড্ডি, মনটু হাসদা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব শেখ আতাহার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সম্পাদক এড. সৈয়দুল আলম শান্তু, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন সাহি, উপজেলা প্রকৌশলী রায়হানুল ইসলাম প্রমুখ। মন্ত্রী বলেন, বর্তমান সরকার চায়, সকল ক্ষুদ্র জনগোষ্ঠি সামাজিকভাবে যেন প্রতিষ্ঠা লাভ করে।

unnamed

তিনি উপস্থিত আদিবাসীদের মধ্যে শিক্ষিতের হার বৃদ্ধি পাওয়ায় সে সব সন্তানের পিতা-মাতাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ৪০ জনকে রিক্সাভ্যান, ২০ জনকে সেলাই মেশিন ও ৩৪২ জন শিক্ষার্থীদের মাঝে নগদ সাত শত টাকা করে মোট ১০ লাখ ৯০ হাজার টাকার অনুদান বিতরণ করেন। এর আগে সকাল ১১টায় মন্ত্রী পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ভবানীপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গনে মাদক বিরোধী এক সমাবেশে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top