সকল মেনু

পার্বতীপুরে কাঁচা মরিচে বেজায় ঝাল, কেজি প্রতি ১৬০ টাকা

unnamedরাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর): পার্বতীপুরে হাটবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আজ শুক্রবার পার্বতীপুর শহরের ও হাটবাজারে ঘুরে দেখা গেছে, অন্যান্য কাঁচামালের দাম ঠিক থাকলেও কাঁচা মরিচের দাম আকাশ চুম্বী, ব্যবসায়ীরা প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ টাকা দরে বিক্রি করছেন। ব্যবসায়ীদের কাছে এক কেজি মরিচের দাম জিজ্ঞেস করলে তারা এক পোয়া বা আড়াইশ’ মরিচের দাম বলছে ৪০ টাকা। দাম বৃদ্ধির প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা জানায়, গত সপ্তাহে আড়াইশ’ মরিচ ৬০ টাকা হিসেবে ২৪০ টাকা কেজি বিক্রি হয়েছে। আজ শুক্রবার কাঁচা মরিচের অনেকটা কমেছে। মেহেরপুরের কাঁচা মরিচ আসা বন্ধ হয়েছে। এছাড়াও স্থানীয় ভাবে কৃষকদের জমিতে লাগানো মরিচের উৎপাদন শেষ পর্যায়ে। কাঁচা মরিচের বেজায় ঝাল হওয়া নিয়ে ব্যবসায়ীদের সাথে ক্রেতাদের ছোটখাটো তর্কাতর্কি লেগেই আছে। প্রয়োজন থাকলেও কাঁচা মরিচের দাম বেশী হওয়ার কারনে বেশীর ভাগ ক্রেতারা শুকনো মরিচ কিনছে। তবে একটি সূত্র জানায়, বাজার তদারকির কেউ না থাকায় ব্যবসায়ীরা কৃত্রিম সংকটের মাধ্যমে ফায়দা লুটছে। কারন, কিছুদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৩০-৪০ টাকা বিক্রি হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top