সকল মেনু

টেম্পাকোতে আরো নিখোঁজ তালিকার দুই লাশ শনাক্ত

253_33311গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো কারখানায় বিস্ফোরণের পর আগুনের ঘটনায় নিখোঁজ তালিকার ১২ জন শ্রমিকের মধ্যে দুজনের লাশ শনাক্ত হয়েছে। তাঁদের লাশ আজ সোমবার সকালে কারখানার পূর্ব পাশে রাস্তায় ধসে পড়া ভবনের নিচ থেকে উদ্ধার হয়।

শনাক্ত হওয়া দুজনের একজন হলেন গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর হিমারদীঘি আমতলী বস্তির হরিজন কলোনির দীলিপ ডোমের ছেলে রাজেশ বাবু (২২)। তিনি কারখানায় ক্লিনার হিসেবে কাজ করতেন। অপরজন হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ঝিগারবাড়িয়া গ্রামের মমতাজ আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৫)।

গাজীপুর জেলা প্রশাসন কন্ট্রোল রুমে কর্তব্যরত কর্মকর্তা গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসেম নিহত দুজনের স্বজনদের বরাত দিয়ে সোমবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

ম্যাজিস্ট্রেট আবুল হাসেম আরও জানান, তিন দিন ধরে ওই কন্ট্রোল রুমে কারখানার নিখোঁজ শ্রমিকদের তালিকা করা হয়। নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা সেখানে তথ্য দিয়ে যান। সোমবার সকাল পর্যন্ত ১২ জন নিখোঁজ শ্রমিকের নাম লিপিবদ্ধ হয়। তারা হলেন কারখানার সিনিয়র অপারেটর নাসির উদ্দিন পাটোয়ারী (৪৫), প্রিন্টিং অপারেটর মাসুম আহমেদ (৩০), ফ্লোর হেলপার মো. রফিকুল ইসলাম (৪০), সহকারী অপারেটর আজিমুদ্দিন (৩৬), সহকারী অপারেটর জহিরুল ইসলাম (৩৭), পরিচ্ছন্নতাকর্মী রাজেশ বাবু (২২), হেলপার রিয়াদ হোসেন মুরাদ, প্রিন্টিং অপারেটর মো. ইসমাইল হোসেন (৪৫), স্কুটিং অপারেটর আনিছুর রহমান (৩০) ও ফরিদপুরের বোয়ালমারী থানার ভীমনগর এলাকার মোজাম মোল্লার ছেলে চুন্নু মোল্লা (২২), কারখানার অপারেটর রেদোয়ান আহমদ (৩৭) এবং অপারেটর সিলেটের বিয়ানীবাজার থানার আলী নগর এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে জয়নুল ইসলাম (৩৫)। তাঁদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top