সকল মেনু

আজ ভোলার ১৪ গ্রামে ঈদ পালিত

indexএম. শরীফ হোসাইন, ভোলা: ভোলার ৫টি উপজেলার ১৪টি গ্রামে আজ সোমবার ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে। সৌদি আরবের সাথে মিল রেখে সুরেশ্বর দরবারে পীর ও সাতকানিয়া অনুসারীরা পৃথকভাবে জেলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলায় আগাম এ ঈদ পালন করে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মজনু মিয়ার বাড়ির দরজায় সকালে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে কয়েক শ’ মানুষ জামাতে অংশগ্রহণ করে। এছাড়াও পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে তারা পশুর কোরবানি করে। সুরেশ্বর দরবারের মুরিদ মনজু মিয়া জানান, প্রতিবছরই একদিন আগে জেলার ১৪টি গ্রামের প্রায় ১০ হাজার পরিবার রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযাহা পালন করে আসছেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top