সকল মেনু

আজ নানা আপনাকে খুব মিস করছি

unnamedমকিস মনসুর,বৃটেন: ৫২ এর ভাষা সৈনিক ও মহান স্বাধীনতা যুদ্ধের সংগঠক সৈয়দ শফিকুল  হকের আবাস আার ঠিকানা হচ্ছে সিলেটের দক্ষিন সুরমার চান্দাই, আর আমার আবাস আার ঠিকানা হচ্ছে মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামে। যিনি আমাকে অন্তর দিয়ে ভালোবাসতেন। শুধু কাডিফে নয়, বৃটেনের যেখানেই যেতেন আমার প্রসংগে কথা উঠলেই পরিচয় দিতেন নাতি হিসাবে।  বলতেন মকিস আমার নাতি। নানা আর নাতি  হিসাবে আমাদের  মধুর  সম্পর্ক ছিলো। আমরা ছিলাম একে অপরের আত্মার আত্বীয়। নানা চলে গেছেন না ফিরার দেশে। সৈয়দ শফিকুল  হক ছিলেন কাডিফ জি আর সি বাংলা স্কুলের চেয়ারম্যান  ও বাংলাদেশ এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এবং গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলস এর উপদেষ্টা।  ছিলেন আমার  অতি আপনজন।  আজ  নানা আপনাকে খুউব মিস করছি। আপনার সততা নীতি, আদর্শ দেশাত্ববোধ ও মানুষের  প্রতি অকৃত্রিম ভালবাসা, ওয়েলস তথা কাডিফ  রাজনৈতিক, শিক্ষা, সামাজিক ও কমিউনিটি  মহলে  আপনার যে অবদান  তাহা কোনদিন আমরা কাডিফবাসী ভূলবো না।  গত ৯ই সেপ্টেম্বর ছিলো সৈয়দ শফিকুল হকের ২য় মৃতুবার্ষিকী। মনসুর মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি গভীর সমবেদনা। দোয়া করবেন মহান আল্লাহ্‌ তায়ালা যেনে উনাকে জান্নাতবাসী করেন। আমিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top