সকল মেনু

সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিকদের প্রাণনাশের হুমকি

Pabna Photoপাবনা ব্যুরো:পাবনার চাটমোহর পৌর এলাকার বালুচর মহল্লায় প্রভাবশালী এক তহশিলদার মোঃ ইবাদুর রশিদ সরকারি রাস্তা দখল করে দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করছেন। শুধু তাই নয় তিনি একই কায়দায় আবারো সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ শুরু করেছেন। এ ব্যাপারে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশ হলে ভূমিগ্রাসী ঐ তহশিলদার পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্ট সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন। অভিযোগে জানা গেছে, তহশিলদারের চাকুরির সুবাদে শুন্য থেকে কোটিপতি হওয়া ইবাদুর রশিদ ঘুষ দূর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ কামিয়ে একের পর এক সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এরই ধারাবাহিকতায় প্রকাশ্যে সরকারি রাস্তা দখল করে গড়ে তুলেছেন দ্বিতল ভবন। এখন আবার নতুন করে বিশাল ভবন নির্মাণ শুরু করেছেন। পাবনা জেলার বেড়া উপজেলার নাকালিয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ইবাদুর রশিদ প্রতিদিন চাটমোহর থেকে মোটর সাইকেল নিয়ে অফিসে যাতায়াত করেন। ইতোপূর্বে ভাঙ্গুড়ার ভেড়ামারায় ব্যাপক দূর্নীতির সাথে জড়িয়ে পড়ায় স্থানীয় সংসদ সদস্য তাকে সাবধান করলেও তিনি দূর্নীতি অব্যাহত রাখেন, ফলে তাকে বেড়াতে বদলী করা হয়। সেখানেও দূর্নীতি অব্যাহত রেখেছেন। সরকারি কর্মচারী হিসেবে যে এলাকায় চাকুরী করবে, সে এলাকাতেই তাকে অবস্থান করতে হবে। কিন্তু ইবাদুর রশিদ তার ধার ধারেন না। তহশিলদার ইবাদুর রশিদ চাটমোহর জমি কেনাবেচাসহ বিভিন্ন ব্যবসা ও সুদের ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করার ব্যাপারে চাটমোহরের একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তহশিলদার ইবাদুর রশিদ চাটমোহর প্রেসক্লাবের সদস্য, দৈনিক আমাদের বড়ালের সহযোগী সম্পাদক, দৈনিক অর্থনীতি প্রতিদিন পত্রিকার চাটমোহর প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। গত সোমবার দিবাগত রাতে ও গত মঙ্গলবার মোবাইল ফোন ও প্রকাশ্যে গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন। শুধু তাই নয় ইবাদুর রশিদ দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেলালুর রহমান জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাঁর উপর চড়াও হয়ে দেখে নেবার হুমকি দেন বলে অভিযোগ। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। থানায় অভিযোগ দাখিল করার পর ইবাদুর রশিদ পুনরায় নানা ষ্থানে সাংবাদিকদের দেখে নেবার হুমকি দিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় চাটমোহর প্রেসক্লাবের পক্ষ থেকে পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারি রাস্তা দখলকারী ইবাদুর রশিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন চাটমোহর প্রেসক্লাবের সাংবাদিকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top