সকল মেনু

৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণে নির্দেশ

 

৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণে নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণে চামড়া ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার বিকেলে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনারা ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনা করে চামড়ার দাম ঠিক করে আমাদের অবহিত করবেন এবং বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবেন।’ বাস্তবসম্মত দাম ঠিক করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, চামড়া নিয়ে সরকার কাউকে সিন্ডিকেট করতে দেবে না। জনগণ যাতে চামড়ার ন্যায্য মূল্য পায় এবং চামড়া ব্যবসায়ীরাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য কাঁচা চামড়ার মূল্য নিধারণ করা দরকার। নাহলে ক্রেতা, ব্যবসায়ী ও ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েত উল্লাহ মামুন, ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ, ব্যবসায়ী নেতা মহিউদ্দিন আহমেদ, সাহাদাত উল্লাহ প্রমুখ।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top