সকল মেনু

সরকারি কর্মকর্তাদের মেসেজিং অ্যাপ ‘আলাপন’ উদ্ধোধন

সরকারি কর্মকর্তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য নতুন মোবাইল অ্যাপ ‘আলাপন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের আগে ‘আলাপন’ উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এই অ্যাপের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের কাজের গতি কয়েকগুণ বৃদ্ধি পাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাই যে কোনো কাজের অগ্রগতি জানতে পারবে।

তিনি জানান, সরকারি কর্মকর্তাদের বিভিন্ন কাজের তদারকি ও নজরদারি করা যাবে এই অ্যাপের মাধ্যমে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ মেসেজিং অ্যাপ ‘আলাপন’ তৈরি করে। ১৪ লাখ সরকারি কর্মকর্তার জন্য তৈরি বিনামূল্যের এই মেসেজিং অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।

অ্যাপটি দিয়ে অডিও কল ভিডিও কল ও চ্যাটিং করা যাবে। অ্যাপটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top