সকল মেনু

শহীদ মিনারে শহীদ কাদরীর মরদেহ

আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি প্রয়াত শহীদ কাদরীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে।

বুধবার বেলা সোয়া ১১টায় তার মরদেহ শহীদ মিনারে নেয়া হয়।

এর আগে সকাল ৮ টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শহীদ কাদরীর মরদেহ।

এরপর তার মরদেহ ভাইয়ের ক্যান্টনমেন্টের বাসায় নিয়ে যাওয়া হয়।সেখান থেকে নেয়া হয় শহীদ মিনারে।

যুগান্তরকে এসব জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে কবিকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top