সকল মেনু

জঙ্গি অর্থায়নের দায়ে সিঙ্গাপুরে দুই বাংলাদেশীর কারাদণ্ড

জঙ্গি অর্থায়নের দায়ে সিঙ্গাপুরে লেয়াকত আলী মামুন (৩০) ও দৌলত জামান (৩৪) নামে দুই বাংলাদেশী শ্রমিককে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করে নেয়ায় মঙ্গলবার আদালত এ রায় দেয়।

এদের মধ্যে লেয়াকত আলীকে আড়াই বছর এবং  দৌলত জামানকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। খবর স্ট্রেইট টাইমসের।

চলতি বছরের এপ্রিলে দেশটির সন্ত্রাবিরোধী আইনের আওতায় ছয় বাংলাদেশীকে আটক করা হয়। গত মে মাসে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

দোষ স্বীকার করায় মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), নুর ইসলাম সওদাগর (৩১) ও সোহেল ওরফে ইসমাইল হালদার নামে আটক অপর চার বাংলাদেশীকে আগেই কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

লেয়াকত ও দৌলত তখন তাদের দোষ স্বীকার না করায় এতোদিন আদালতে তাদের বিচার কাজ চলছিল।

বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার তারা সিঙ্গাপুরে তহবিল গঠন করে তা দেশে পাঠানোর পরিকল্পনা করছিল বলে তা আদালতে স্বীকার করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top