সকল মেনু

বিসকেকের চিনা দূতাবাসে জঙ্গি হামলা: নিহত ৪

china-embassy-atatck_30700আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : স্বাধীনতা দিবসের একদিন আগেই বিস্ফোরণে কেঁপে উঠল কিরগিজস্তানের রাজধানী বিসকেক৷ আজ মঙ্গলবার সকালে বিসকেকের চিনা দূতাবাসে আত্মঘাতী জঙ্গি হামলা হয়৷ নাশকতায় নিহত হয়েছে চার জন৷ এই তালিকায় রয়েছেন দূতাবাসের তিন আধিকারিক৷ জখম কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ নাশকতার কারণে কিরগিজস্তানে জারি হয়েছে কড়া সতর্কতা৷ হামলার পিছনে কোন জঙ্গি সংগঠন জড়িত তা এখনো পরিষ্কার হয়নি৷ ধারণা করা হচ্ছে হিজবুত তাহরির নামে সন্ত্রাসবাদী সংগঠন এর পিছনে জড়িত ৷ হামলায় হিজবুত তাহরির নাম উঠে আসায় চিন্তিত কিরগিজস্তান সরকার৷ কারণ এই দেশ ও চিনের সীমান্ত এলাকায় রয়েছে জিনজিয়াং প্রদেশ৷

এলাকাটিতে জঙ্গিরা সক্রিয়৷ বিসকেকে বিস্ফোরণের ঘটনাকে ভয়াবহ হামলা বলে জানিয়েছে চিনা বিদেশমন্ত্রণালয়৷ বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সম্প্রতি ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে অন্তত ৫০০ কিরগিজ নাগরিক৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top