সকল মেনু

পদ্মা নদীতে,ড্রাইভার নিঁখোজ

4464410585_1676cbf8c5_zকাঞ্চন কুমার,কুষ্টিয়া থেকে:কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১৬ দাগ এলাকার লালন শাহ সেতুতে গত মঙ্গলবার রাত ৯ টার সময় নছিমন গাড়ী ব্রীজের পিলারের সাথে ধাক্কা লাগলে ড্রাইভার হাফিজ (৩৫) পিলার টপকিয়ে পদ্মা নদী পড়ে। এ রির্পোট লেখা পর্ষন্ত ড্রাইভার হাফিজ উদ্ধার করতে পারেনী। তার বাড়ীতে এখন শোকের মাতম। ভেড়ামারা মডেল থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়ীয়া দক্ষিন ভবানীপুর নওদাপাড়া এলাকার মৃত্য কালু শাহ’র ছেলে হাফিজ নছিমন গাড়ীতে গরু নিয়ে পাবনায় যায়। পাবনা থেকে আসার পথে মঙ্গলবার রাত ৯ টার সময় লালন শাহ সেতুতে পৌছায়। নছিমন গাড়িটি হাফিজ নিয়ন্ত্রন হারিয়ে ফেললে সে লালন শাহ সেতু’র পিলালে ধাক্কা দিলে টপকিয়ে পদ্মা নদী পড়ে। সে পদ্মা নদীতে পড়ে পানির নিচে পড়ে তলিয়ে যায়। অনেক খোজাখোজি করে তাকে মৃত্যু ও জীবিত অবস্থায় তাকে পাওয়া যায়নি। পদ্মা নদীতে পানি বৃদ্ধি হওয়ায় সে ভেসে গেছে। ভেড়ামারা মডেল থানার ওসি রবিউল ইসলাম বলেন, ড্রাইভার হাফিজ এর লাশ পাওয়া যায়নি। পদ্মা নদীর পানি বৃদ্ধি হওয়ায় সে ভেসে গেছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top