বগুড়া অফিস : বগুড়ার দুপচাঁচিয়ার জলঙ্গী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২২৮বোতল ফেনসিডিল সহ ৫মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । এ সময় মাদক পাচারকারীদের ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়েছে।
পুলিশ জানায়, জয়পুরহাট থেকে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে যাবার পথে বৃহস্পতিবার ভোরে পুলিশের একটি দল মাইক্রোবাসে তলাশী চালায়। অভিনব উপায়ে মাইক্রোবাসের বালিশের ভিতরে ২২৮বোতল ফেনসিডিল বহনের দায়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন জয়পুরহাটের জামালগঞ্জ পুরাতন বাজার এলাকার ওসমান গনির ছেলে সেতু(১৮), আক্কেলপুর উপজেলার পশ্চিম আমষট্ট গ্রামের আব্দুল খালেকের ছেলে মাসুদ রানা(২৬) তার স্ত্রী শারমিন সুলতানা(২০), হাজী পাড়ার মজিবর রহমানের ছেলে মামুন মন্ডল(৩০) মাইক্রোবাস চালক রোয়ার গ্রামের আতাহার আলীর ছেলে মিঠু(২৬)। এব্যাপারে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ(ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ, ফেনডিসিল সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের কথা স্বীকার করেছেন।
শামছুল আলম লিটন