সকল মেনু

আজ শুভ জন্মাষ্টমী শ্রী কৃষ্ণের জন্মদিন

unnamedসিরাজগঞ্জ প্রতিনিধি: সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবে। পুরান মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদসহ বিভিন্ন মন্দির কমিটি বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে। জন্মাষ্টমী উপলক্ষে সরকার আজ সরকারি ছুটি । শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে সকাল ৭টায় শহরের মুজিব সড়কের মুক্তাপ্লাজার সাম্মুখ থেকে জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা বের করা হবে। জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস জানিয়েছেন আনন্দ শোভাযাত্রা উদ্ধোধন করবেন কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের উপদেষ্ট মন্ডলীর সদস্য এ্যাডভোকেট বিমল কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ প্রশাসক ও   জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাষ,সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন,পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ,পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাষ্টী স্বপন রায়,পুজা উদযাপন পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অংকুর জিৎ সাহা নব। তিনি আরো জানান ইতিমধ্যে আনন্দ শোভাযাত্রা কে সফল করতে জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সন্তোষ কুমার কানু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শহর এবং শহরতলীর বিভিন্ন মন্দির এবং এলকায় প্রচারাভিযান চালানো হয়েছে। এবারের আনন্দ শোভাযাত্রাটি সম্প্রদায়ের একটি মাইল ফলক অনুষ্ঠান হবে। শোভাযাত্রায় শহর এবং শহরতলির হাজার হাজার ভক্তের সমাগম হবে বলে আশা করা যাচ্ছে। এছারা সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় সদর থানা ও শহর পুজা উদযাপন পরিষদ আয়োজিত রচনা,চিত্রাংকন ও গীতা পাঠ প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হবে।শহরের কালীবাড়ী গোবিন্দবাড়ী মন্দির,শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া কমিটি এবং যুগল কিশোর মন্দির সহ বিভিন্ন মন্দিরে ভক্তিমুলক গান,কির্তন এবং প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। জেলা উপজেলাগুলোতেও নানান কর্মসুচীর মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালন করা হবে।  মহানবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার  সভাপতি এ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু ,সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জন মন্ডল তপা ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা,পৌর কমিটির সভাপতি বিজয় দত্ত অলোক ও সাধারন সম্পাদক হীরক গুন,জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহবায়ক দিলীপ গৌর ও সদস্য সচিব রিংকু কুন্ডু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

২৪,০৮,১৬

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top