সকল মেনু

ইতালিতে শক্তিশালী ভূমিকম্প, ৬ জনের প্রাণহানি

ইতালিতে শক্তিশালী ভূমিকম্প, ৬ জনের প্রাণহানি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির মধ্যঞ্চল। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছেন। ধসে পড়েছে বেশ কিছু ভবন। খবর বিবিসির।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি পেরুগিয়ার ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ১০ কিলোমিটার।

একটি শহরের মেয়র জানিয়েছেন, শহরের অর্ধেক বসে গেছে।

স্থানীয় লা লিপাবলিকা সংবাদপত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, ইতালির রাজধানী রোমে কিছু ভবন ২০ সেকেন্ড ধরে কেঁপেছে।

অ্যাকুমোলি শহরের মেয়র স্টেফ্যানো প্যাটট্রুসি জানান, শহরের একটি পরিবারের চার সদস্য ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এছাড়া পুলিশ অন্য একটি গ্রাম থেকে ২ জনের মৃতদে উদ্ধার করেছে।

মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যামাট্রিক শহর। এই শহরের মেয়র বলেন, শহরের রাস্তাগুলো ফাঁক হয়ে পড়েছে। বলতে গেলে অর্ধেক শহর বসে গেছে। এবং মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top