সকল মেনু

ভারতের বাজারে আসুসের ZenFone-3 সিরিজের ফোন

asus_28419হটনিউজ২৪বিডি.কম : গত বুধবার ভারতের বাজারে এসেছে আসুসের ZenFone 3 সিরিজের ফোন। সিরিজে রয়েছে ZenFone 3 (ZE520KL, ZenFone 3 (ZE552KL) , ZenFone 3 Ultra (ZU680KL) , ZenFone 3 Laser (ZC551KL), ZenFone 3 Deluxe (ZS570KL) ও Snapdragon 821। এই মডেল গুলির দাম যথাক্রমে ২১হাজার৯৯৯, ২৭হাজার ৯৯৯, ৪৯হাজার৯৯৯, ১৮হাজার৯৯৯, ৪৯হাজার৯৯৯ ও ৬২হাজার ৯৯৯ টাকা।

এই সিরিজের Asus ZenFone 3 (ZE520KL) ও Asus ZenFone 3 (ZE552KL) পাওয়া যাবে অ্যামাজন, স্ন্যাপডিল, ফ্লিপকার্টের মাধ্যমে। বুধবার থেকেই ফোনগুলি অনলাইন সাইটে পাওয়া যাচ্ছে। ফোনগুলি দোকান থেকে কেনা যাবে এই মাসের শেষ থেকেই। তবে সিরিজের বাকি ফোনগুলি গ্রাহকদের হাতে আসবে পড়ে মাস থেকে। অনলাইন ও রিটেলার দুই মাধ্যমেই পাওয়া যাবে Asus ZenFone 3 Laser (ZC551KL), Asus ZenFone 3 Deluxe (ZS570KL), and Asus ZenFone 3 Ultra (ZU680KL)। এই চারটি মডেলেই থাকছে 6.0 Marshmallow আন্ড্রয়েড ভার্সন। ফোনগুলি পাওয়া যাবে মেটাল বডিতে, সঙ্গে ব্যবহার করা যাবে ডুয়াল সিম। ZenFone 3 Deluxe (ZS570KL)-এ থাকবে ২৫৬ জিবি ইনবিল্ড স্টোরেজ। তবে ZenFone 3 (ZE520KL) মডেলে থাকবে ৫.২ ইঞ্চি স্ক্রিন, ৩ জিবি র্যাeম, ৩২ জিবি স্টোরেজ, এবং ২৬৫০ মেগা হার্জ ব্যাটারি। পাশাপাশি ZenFone 3 (ZE552KL) মডেলে থাকবে ৫.৫ ইঞ্চি স্ক্রিন, ৪ জিবি র্যা ম, ৬৪ জিবি ইনবিল্ড স্টোরেজ ও ৩০০০ মেগা হার্জ ব্যাটারি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top