সকল মেনু

প্রাকৃতিক দুর্যোগে বিচ্ছিন্ন কুকুরের সঙ্গে বন্ধুত্ব!

dog-02_28412হটনিউজ২৪বিডি.কম : সখ্যতা দীর্ঘদিনের ৷ তাই মন চায়না তাদের ছেড়ে থাকতে ৷ কিন্তু উপায় নেই৷ প্রাকৃতিক দুর্যোগেরফলে এমনিতেই নাজেহাল মার্কিন যুক্তরাষ্ট্রের লুসিয়ানার বাসিন্দারা ৷ আর সেই দুর্যোগের আঁচ যেন পোষ্যদের ছুঁতে না পারে তার আগেই সতর্ক পদক্ষেপ নিলেন একাধিক পশু-প্রেমিক ৷

নিজেদের দীর্ঘদিনের বন্ধুদের পাঠিয়ে দিলেন, নিরাপদ আশ্রয়ে ৷ সম্পর্কে ক্ষণিকের বিচ্ছেদ হলেও উপায় নেই ৷ ভালো থাকুক ওরা ৷ অন্তত এটাই চাইছেন সকলে ৷

dog-03_28412_0

টানা দু-তিন দিন ধরে অতি বৃষ্টির ফলে লুসিয়ানার একাধিক এলাকাতে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে ৷ সেখানকার বাসিন্দাদের সঙ্গে সঙ্কটের মধ্যে রয়েছে কুকুররাও ৷ মৃত্যু হয়েছে অনেক কুকুরের ৷ আর তাই এধরণের কাজের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় প্রতিটি কুকুরকে নিরাপদে পাঠানোর ৷ সেইমতো টেক্সাসের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে ৷ সব মিলিয়ে মোট ৫০ টি কুকুরকে লুসিয়ানা শহরের থেকে তারা টেক্সাসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে ৷ পরবর্তীকালে নির্দিষ্ট মনিবের কাছে যাতে কুকুরদের ফিরিয়ে দেওয়া যায় সেকারণে প্রত্যেকের নাম আলাদা আলাদা করে লিখেও রেখেছে সংগঠনটি ৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top