সকল মেনু

চট্টগ্রামে পাসের হার ৬৪.৬০%

চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে ৬৪ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

গতবারের তুলনায় এইচএসসিতে এবার পাশের হার বাড়ার পাশাপাশি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

এইচএসসিতে এবার চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ, যা গত বছর ছিল ৬৩ দশমিক ৪৯ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৫৩ জন, যা গতবার ছিল দুই হাজার ১২৯ জন।

৮৭ হাজার ৫৪২ জন শিক্ষার্থীর মধ্যে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৮৬ হাজার ৭১৬ জন, যা মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৬ হাজার ১৬ জন।

গতবার ৮০ হাজার ৭০৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল ৫১ হাজার ২৪৩ জন।

এবার চট্টগ্রামে ছাত্রীদের উত্তীর্ণ হওয়ার হার ৬৫ দশমিক ৫২ শতাংশ, ছাত্রদের ৬৩ দশমিক  ৬৭ শতাংশ।

তিন বিভাগের মধ্যে এবার মানবিকে পাসের হার সবচেয়ে কম, যা গত বছরের চেয়েও কম।

এবার চট্টগ্রামে বিজ্ঞান বিভাগ থেকে ৭৬ দশমিক ৬৬ শতাংশ, মানবিকে ৫১ দশমিক ৬২ ও ব্যবসায় শিক্ষায় ৭০ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

গতবার উত্তীর্ণ হওয়ার হার ছিল বিজ্ঞানে ৭৩ দশমিক ৮৭ শতাংশ, মানবিকে ৫২ দশমিক ৩৩ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৮ দশমিক ৩৬ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top