সকল মেনু

ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বেলজিয়াম রাষ্ট্রদূত ইসমত জাহানের সভাপতিত্বে বঙ্গবন্ধুর আত্মজীবনীর ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি, বেলজিয়াম আওয়ামী লীগের অন্যতম নেতা শহিদুল হক, বেলজিয়াম যুবলীগ সভাপতি মোর্শেদ মোহাম্মদ, হুমায়ুন মাকসুদ হিমু, রাফাত উল্লাহ প্রদান, ডেনমার্ক আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ডঃ বিদ্যুৎ বড়ূয়া, ফ্রান্স আওয়ামী লীগের অন্যতম নেতা আতিকুজ্জামান, বেলজিয়াম আওয়ামী লীগ নেতা চৌধুরী রতন, সোহেল খান,জামাল মোহাম্মদ সহ দূতাবাস কর্মকর্তা।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top