সকল মেনু

সিলেটে উচ্চমাধ্যমিকে পাশের হার ৬৮.৫৯

সিলেটে উচ্চমাধ্যমিকে পাশের হার ৬৮.৫৯

সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ৩৮ শতাংশ। এবার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৩৩০ জন। ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৩১ ও মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ১১ শতাংশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বোর্ডের ২৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৪ হাজার ১৫৩ জন পরিক্ষার্থীর মধ্যে মোট ৬৩ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন ৪৩ হাজার ৮৭০ জন। এ বোর্ডে এবার সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভাতরাই স্কুল অ্যান্ড কলেজ ও খাজাঞ্জিবাড়ি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top