সকল মেনু

প্রধানমন্ত্রী: জিয়া আমার সঙ্গে বার বার দেখা করতে চেয়েছিলেন

prime minister sheikh hasina

মঙ্গলবার বিকালে শোক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান্, যতদিন জিয়া রাষ্ট্রপতি ছিল, আমাকে ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেয়নি। ১৯৮০ সালের ১৭ মে দেশে আসার পরও ঢুকতে দেয়া হয়নি। তখন রাস্তায় বসে মিলাদ পড়েছিলাম।

তিনি বলেন, জিয়া বিদেশে বারবার আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। বিনিময়ে বাড়ি-গাড়িসহ অনেক কিছু দিতে চেয়েছে। আমি এর কিছুই নেইনি। একজন খুনির চেহারা দেখার কোনো ইচ্ছা আমার ছিলো না।

এবার ১৫ আগস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন না করার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, তার জন্মদিন ১৫ আগস্ট নয়। শুধু আমাদের আঘাত দেয়ার জন্যই কেক কেটে তিনি জন্মদিন পালন করেন।

তিনি বলেন, গতকাল তার জন্মদিন পালন না করার মধ্যে অনেকে রাজনৈতিক উদারতা দেখার চেষ্টা করেছেন। কিন্তু আমি এর মূল কারণ জানি। ওইদিন তার জন্মদিন নয়। এখানে কোনো রাজনৈতিক উদারতা নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top