সকল মেনু

ছাতক টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চালু

unnamed ছাতক প্রতিনিধিঃ ছাতকে টেকনিক্যাল স্কুল ও কলেজের চারবছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের নবীন বরন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার কলেজের হল রুমে অধ্যক্ষ জামিউল আখতার খন্দকারে সভাপত্বিতে ও জুনিয়র ইন্সট্রাক্টর আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক প্রকৌশলী আব্দুল হান্নান। বক্তব্য রাখেন ছাতক টেকনিক্যাল স্কুল ও কলেজের সিনিয়র ইন্সট্রাক্টর ওমর ফারুক, ইন্সট্রাক্টর বিল্লাল হোসেন, চীফ ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন। শিক্ষর্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শামিম আহমদ ও মোস্তফা কামাল। অভিবাবকদের পক্ষে বক্তব্য রাখেন আলমগীর হোসেন তালুকদার, শেখ গোলাম ইকবাল।স্বাগত  বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর রশিদ আহমদ। সভায় উপস্থিত ছিলেন, ইন্সট্রাক্টর ফয়েজ আহমদ, ইন্সট্রাক্টর মাহবুব হোসেন, ইন্সট্রাক্টর বিজয় কৃষ্ণ দেব, ইন্সট্রাক্টর নজরুল ইসলাম, ইন্সট্রাক্টর জাকির হোসেন, ছাত্র-ছাত্রী, অভিবাবকসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিরা। অধ্যক্ষ বলেন, ছাতকে একমাত্র রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। তিনি প্রতিষ্টানের সহযোগিতায় সকলের এগিয়ে আসার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান বলেন, মাননীয় শিক্ষামন্ত্রীর অনুগ্রহে এখানে এই প্রথম বারের মতো কোন সরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হলো। এজন্যে বক্তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভার শুরুতে ক্বোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণীর ছাত্র তোফায়েল আহমদ। গীতা পাঠ করেন নবম শ্রেণীর ছাত্রী শিউলী আচার্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top