হটনিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফেরৎ এনে দ্রুত রায় কার্যকর করার দাবী জানিয়েছেন সাংবাদিকসহ বিশিষ্টজনেরা। একই সঙ্গে বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে যারা ছিলেন তাদেরকে চিহিৃত করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন নেতারা।
আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্র আয়োজিত মানববন্ধনে একথা বলেন তারা, সংগঠনের প্রধান সমন্বয়ক ও সাংবাদিক নেতা আব্দুল মজিদের সভাপতিত্বে ও হটনিউজ২৪বিডি.কমের সম্পাদক আছাদুজ্জানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ডিইউজের জনকল্যাণ বিষয়ক সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, নির্বাহী পরিষদ সদস্য মাহমুদুর রহমান খোকন, মঞ্জুশ্রী বিশ্বাস।
মনজুরুল আহসান বুলবুল তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে মুখে দাবী করলে চলবেনা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটি অধ্যয়ন করে জীবনাচরনে প্রয়োগ জরুরী, এর আগে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতা কর্মীরা।