সকল মেনু

শচীন বিমানবাহিনীর শুভেচ্ছাদূত থেকে বাদ

2খেলাধূলা : ভারতের ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে ‘শুভেচ্ছাদূত’ এর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির বিমানবাহিনী (আইএএফ)। ভারতের জি নিউজ জানিয়েছে, আইএএফ কর্তৃপক্ষ আশা করেছিল যে, “ক্রিকেট ক্যারিয়ারের টেন্ডুলকারের অসাধারণ অর্জন এবং সর্বোপরি তার ‘ইমেজ’ দেশের তরুণ প্রজন্ম বিমানবাহিনীতে আসতে উদ্বুদ্ধ করতে পারবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। আর তাই টেন্ডুলকারকে আর শুভেচ্ছাদূত রাখছে না সংস্থাটি।
ক্রিকেটে টেন্ডুলকারের অর্জন এবং জাতির প্রতি অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১১ সালে আইএএফ তাকে সম্মানসূচক গ্র“প ক্যাপ্টেন উপাধিতে ভূষিত করে। প্রথম ক্রীড়াবিদ হিসেবে টেন্ডুলকার আইএএফ কর্তৃক সম্মানপূর্বক এই পদবী পেয়েছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top