সকল মেনু

শিক্ষক নিয়োগে কমিটির হস্তক্ষেপ থাকবে না: শিক্ষামন্ত্রী

nahidd20141030140148_27180হটনিউজ২৪বিডি.কম : বেসরকারি শিক্ষক নিয়োগে স্কুল ও কলেজ পরিচালনা কমিটির হস্তক্ষেপের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শনিবার সকালে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঢাকা কলেজ সেন্টার পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

চলতি বছর প্রাথমিক বাছাই শেষে লিখিত পরীক্ষায় ১ লাখ ৪৭ হাজার ২৬২ জন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে স্কুল পর্যায়ে ৯০ হাজার ৯৪৪ জন ও কলেজ পর্যায়ে ৫৫ হাজার ৬৯৮ জন রয়েছেন। ৮টি সেন্টারের অধীনে ৯৯ টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা কলেজের সেন্টার পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী ঢাকা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন। পরে নিবন্ধন পরীক্ষার হল পরিদর্শন করে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনিয়ম দূর করতে পিএসসি আদলেই এ বছর প্রায় ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top