সকল মেনু

ভুল বুঝতে পেরে জঙ্গিরা ফিরে আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

rangpur_123762_27246হটনিউজ২৪বিডি.কম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গিরা নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আসতে শুরু করেছে। আজ শনিবার বিকালে রংপুর পুলিশ লাইন মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭৫ এর পর রগ কাটার মাধ্যমে শিবির যে সন্ত্রাস শুরু করেছিল এরই ধারাবাহিকতায় আজকের জঙ্গিবাদ। এসব মানুষ খুন ইসলামের জন্য নয়, বাংলাদেশের অগ্রযাত্রাকে থমকে দিতে।’

মন্ত্রী বলেন, ‘কোনো ধর্মে হত্যার স্থান নেই। ধর্মের বাণী হলো, মানুষকে সেবা করতে হবে, ভালোবাসতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে কোনো হানাহানি করতে দেয়া হবে না।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, তাদের কোনো সাংগঠনিক তৎপরতাও নেই। আছে জেএমবি হরকাতুল জেহাদ নামের দেশীয় জঙ্গি। এর পেছনে মদদ দিচ্ছে সেই জামায়াত-শিবির। আমরা সেই জঙ্গি নির্মূলে কাজ করছি।

একই অনুষ্ঠানে আইজিপি একেএম শহিদুল হক বলেন, ‘জঙ্গিদের সংখ্যা বেশি নয়। যেভাবে মানুষের মধ্যে সচেনতা সৃষ্টি হয়েছে তাতে জঙ্গি নির্মূল এখন সময়ের ব্যাপার মাত্র।’

তিনি বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আপনারা সোচ্চার হলেই আমরা দেশকে জঙ্গিমুক্ত করতে পারবো। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জেহাদের অপব্যাখ্যা দিয়ে তারা মানুষ খুন করছে। জঙ্গিরা ইসলামের শত্রু, মানবতার শত্রু।’

রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদউদ্দীন মাসঊদ, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা আলী আজগর, এমপি আবুল কালাম আজাদ, এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top