সকল মেনু

জিহাদি হতে গিয়ে ব্রিটিশ কিশোরীর মৃত্যু

1471007863_13

অনলাইন ডেস্ক॥ ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তার মগজ ধোলাই করেছিল একটা দল। আর তাদের কথায়ই পরিবার ছেড়েছিল লন্ডনের ১৭ বছর বয়সী কিশোরী কাদিজা সুলতানা। উদ্দেশ্য ধর্মের নামে ‘জিহাদে’ অংশ নেওয়া। কিন্তু পথেই মৃত্যু হলো তার!

পূর্ব লন্ডনের এই কিশোরী গত বছরে বাড়ি ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। নিজের সঙ্গে জিহাদের জন্য আরও দুই বান্ধবীকেও নিয়ে গিয়েছিল সে। কিন্তু, রাক্কা শহরে রাশিয়ার ড্রোন হামলায় রানীর দেশের কিশোরী কাদিজা সুলতানার মৃত্যু হয়েছে বলে ধারণা গোয়েন্দাদের।

যদিও ওপর দুই কিশোরীর মৃত্যু নিয়ে এখনও নিশ্চিত নয় গোয়েন্দারা। গোয়েন্দাদের দেওয়া তথ্যকেই মেনে নিচ্ছে কাদিজার পরিবারের লোকেরা। তারাও চাইছে, কাদিজার মৃত্যু হোক! কাদিজার বোন হালিমা খানমের কথায়, ”গোয়েন্দাদের অনুমান সঠিক বলেই আমাদের মনে হয়। এবং সেটা হলেই আমরা বেশি খুশি হবো। যে পথের উদ্দেশ্যে কাদিজা রওনা হয়েছিল আশা করি তার থেকে অনেক ভালো জায়গায় গিয়েছে সে।”

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top