সকল মেনু

আরও একবার ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

63_26999হটনিউজ২৪বিডি.কম : প্রথমবারের মতো গত ২৭ জুন বাংলাদেশের ইতিহাসে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। কিন্তু এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর তা কমে যায়। সম্প্রতি তা আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৩০.৩৫ বিলিয়ন ডলার।

প্রতিমাসে সাড়ে ৩ বিলিয়ন ডলারের আমদানি ব্যয় হিসাবে হাতে থাকা এই রিজার্ভ দিয়ে আট মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ।

এর আগে ২৫ ফেব্রুয়ারি রিজার্ভ ২৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এক বছর আগে গত বছরের জুন শেষে রিজার্ভ ছিল ২৫.০২ বিলিয়ন ডলার। অর্থাৎ গত এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ৫ বিলিয়ন ডলার যোগ হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top