সকল মেনু

দুর্গাপুরে শিক্ষা সহায়তা বৃত্তি সাইকেল এবং হুইল চেয়ার বিতরণ

unnamedবিজন কৃষ্ণ রায়, দুর্গাপুর, নেত্রকোনা: জেলার দুর্গাপুর উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় ২০১৫-২০১৬ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষা সহায়তা বৃত্তি ও উপজেলা পরিষদের আর্থিক সহায়তায় এসএসসি-২১০৫ পরীক্ষায় জিপিত্র-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা বৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ অনুষ্ঠান -২০১৬ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ড.মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুকলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, পৌর মেয়র হাজী মাওঃ আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আসাদ, পারভীন আক্তার,উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার ঘোষ,ওসি খান মোঃ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ প্রমূখ।
জেলা প্রশাসক মহোদয় মোট ১২৪ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বৃত্তি বাবদ ৩ লক্ষ ৭৮ হাজার ৩শত টাকা নগদ প্রদান ও সম্মাননা সনদ বিতরণ করেন। এ ছাড়াও উপজেলার ৭ জন প্রতিবন্ধীদের ৭টি হুইল চেয়ার বিতরণ ও ৮ জন মৎস্য কর্মীদের মাঝে ৮ টি বাই সাইকেল বিতরণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top