সকল মেনু

মুম্বাই হামলা: ভারতীয় সাক্ষীর বয়ান চায় পাকিস্তান

taj_26160আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : ২৬/১১ মামলায় ২৪ জন ভারতীয় সাক্ষীর বয়ান নথিভুক্ত করতে সংশ্লিষ্ট পদস্থ আধিকারিকদের নয়াদিল্লির সঙ্গে কথা বলার নির্দেশ দিল পাক সরকার৷ মুম্বাই মামলায় প্রধান সরকারি আইনজীবী চৌধুরী আজহার বলেছেন, মুম্বাই হামলা মামলায় ২৪ জন ভারতীয় প্রত্যক্ষদর্শীর বয়ান যাতে ট্রায়াল কোর্টে নথিভুক্ত করতে দক্ষিণ এশিয়া বিষয়ক দফতরের ডিরেক্টর জেনারেলকে চিঠি পাঠিয়েছে পাক বিদেশমন্ত্রক৷মুম্বাই হামলার মামলার শুনানি দ্রুত শেষ করতেই এই উদ্যোগ৷

চৌধুরী আরও জানিয়েছেন, এর আগে ভারতীয় প্রত্যক্ষদর্শীদের পাকিস্তানে পাঠানোর জন্য সরাসরি ভারত সরকারকে চিঠি পাঠিয়েছিল পাক বিদেশমন্ত্রক৷ এবার ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে৷আদালতে বয়ান নথিভুক্ত করতে ভারত প্রত্যক্ষদর্শীদের না পাঠালে মুম্বই মামলা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে পাকিস্তান স্পষ্ট করে দিয়েছে বলেও জানান চৌধুরী৷ পাক সরকারি আইনজীবীরা জানিয়েছেন, এই মামলায় ইতিমধ্যেই সমস্ত পাক সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়েছে৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top