সকল মেনু

সিংহাসন ছাড়ার ইঙ্গিত জাপান সম্রাট আকিহিতোর

সিংহাসন ছাড়ার ইঙ্গিত জাপান সম্রাট আকিহিতোর
জাপানের সম্রাট আকিহিতো বলেছেন, বয়স ও স্বাস্থ্যের অবনতির কারণে তার দায়িত্ব পালন কষ্টকর হয়ে পড়েছে। সোমবার টেলিভিশনে ভাষণদানকালে এই মন্তব্য করেন ৮২ বছর বয়সী আকিহিতো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিহাংসন ছাড়ার ক্ষেত্রে জাপানে কোনো আইনি বিধান নেই। সম্রাট পদ থেকে সরে দাঁড়াতে হলে জাপানের আইনে পরিবর্তন আনতে হবে।
প্রধাননমন্ত্রী শিনজো আবে বলেন, সরকার গুরুত্ব সহকারে বিষয়টি নিয়ে আলোচনা করছে।
আগেই ধারণ করা ১০ মিনিটের ভাষণে সম্রাট আকিহিতো বলেছেন, আশা করছি কোনো ধরনের ব্যাঘাত ছাড়াই রাষ্ট্রের প্রতীক হিসেবে সম্রাটের দায়িত্ব পালিত হবে।
তিনি বলেছেন, যখন একজন সম্রাট তার বয়স কিংবা অসুস্থতার জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন না তখন একটি রাজপ্রতিনিধিত্ব তৈরি করা যেতে পারে। এমতাবস্থায় সম্রাট মৃত্যু পর্যন্ত তার পদে থাকতে পারবেন।
১৯৮৯ সালে বাবা হিরোহিতোর মৃত্যুর পর জাপানের সম্রাটের দায়িত্ব পালন করছেন আকিহিতো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top