সকল মেনু

‘এটা আমার হাত কিনা সেই নিয়া দ্বিধা লাগতেছে’

‘১০-১২ বছর পর আবার নিজের স্বাভাবিক হাত দেখতেছি। সবার মতোই হাত খুলে চলতে ফিরতে পারতেছি…’ নিজের হাতের দিকে তাকিয়েই কথাগুলো বলছিলেন আবুল বাজানদার। যাকে বৃক্ষমানব বলে ডাকা হতো, সেই বাজানদারের হাতের আঙুলে গজিয়ে ওঠা শেকড়ের মতো উপাদানগুলো আটবারের অপারেশনে মুক্ত হয়েছে।6ffb4020cb76f83406ea3e4ef8409bad-57a72b4523ca0রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বাজানদারের সঙ্গে কথা বলার সময় দেখা গেলো, বারবারই তিনি নিজের হাতের দিকে তাকাচ্ছেন, খুশিতে হাসছেন। আর খুশিতে ভিজে উঠছে চোখ।

বাজানদার বলেন,‘ভালো লাগতেছে যে হাতটা আবার স্বাভাবিকভাবে ফিরে আসতেছে আস্তে আস্তে। আগে কী অবস্থায় ছিল আর এখন কোন পর্যায়ে আসছে।…এটা খোদা নিজে আমাকে ফিরিয়ে দিয়েছেন।মেয়েকে কোলে নিতে পারবো, নিজের হাতে খেতে পারবো, আবার কাজ করতে পারবো-আমার জীবন পুরোটাই আবার বদলে গেলো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top