সকল মেনু

গেটের আড়ালে নিরাপত্তা: কতটা নিরাপদ ঢাকা ?

2_25549হটনিউজ২৪বিডি.কম : বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা আর অলিগলির প্রবেশ মুখে অস্থায়ী গেইট নির্মাণের হিড়িক পড়েছে।

বিশেষ করে সাম্প্রতিক জঙ্গি হামলা গুলোর পর স্থানীয়রা নিজ উদ্যোগে তৈরি করছেন এসব গেইট বা ফটক।

ধানমন্ডি, গুলশান, বারিধারা মতো এলাকা ছাড়াও মিরপুর, আদাবর, মোহাম্মদপুর সহ নানা এলাকার প্রবেশপথ গুলোতে এখন চোখে পড়ে এসব গেট।

ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় আবার রীতিমত নোটিশ দিয়ে রাত এগারটায় বন্ধ করে দেয়া হচ্ছে অধিকাংশ প্রবেশপথ গুলো।

এতে করে সাবলীল চলাচলে বাধা পড়লেও নিরাপত্তা ইস্যুতে মেনে নিচ্ছেন অধিবাসীরা।

ধানমন্ডি এলাকার বাসিন্দা সরদার কামাল জানান পুলিশের উদ্যোগের সমর্থনে স্থানীয় বাসিন্দারাই নিজস্ব খরচেই এসব গেট স্থাপন করেছে।

ওই এলাকায় অনেকেই জানান এ ধরনের নিরাপত্তা ব্যবস্থায় তারা সন্তুষ্ট।

মি.কামাল বলছিলেন, “ আমরা আগে থেকেই নিরাপত্তা বিষয়ে সচেতন ছিলাম। এখন এটা আরও ভালোভাবে করার জন্য প্রশাসন থেকে আমাদের সহযোগিতা করা হচ্ছে”।

নিরাপত্তা বিষয়ে স্থানীয় বাড়ি বা এপার্টমেন্টের মালিকরা এখন অনেক সচেতন।

ঢাকার কয়েকটি থানার পুলিশ কর্মকর্তারা বলছেন যেসব এলাকায় অনেকগুলো প্রবেশপথ সেখানে রাত এগারটার পর অধিকাংশ প্রবেশপথ বন্ধ করে নির্দিষ্ট কয়েকটি খোলা রাখা হয়।

এর উদ্দেশ্য হচ্ছে রাতে ফাঁকা রাস্তার সুযোগ নিয়ে অপরাধীরা যাতে দ্রুত সটকে না পড়তে পারে।
বিভিন্ন এলাকায় এমনও দেখা যাচ্ছে রাত এগারটার পর সহজে এক রাস্তা থেকে অন্য রাস্তা যাওয়ায় যাচ্ছেনা।

ঢাকার আদাবর এলাকার একজন বাসিন্দা জানালেন খানিকটা অসুবিধা হলেও নিরাপত্তা স্বার্থে তারা এসব উদ্যোগকে মেনে নিয়েছেন।

ধানমন্ডির মোহাম্মদ শহীদ বলেন, “নিরাপত্তার জন্য আমি ছাড় দেবো। কিন্তু যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা কি আসলেই নিরাপত্তার জন্য এগুলো করছে নাকি লোক দেখানো। এটা হচ্ছে আসল কথা “? সূত্র: বিবিসি বাংলা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top