সকল মেনু

সিনাই উপত্যকায় আইএসের ৪৫ জঙ্গি নিহত

Islamic20160805163544-290x151আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : মিসরের সিনাই উপত্যকায় সেনাবাহিনীর বিমান হামলায় আইএস প্রধানসহ ৪৫ জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে আইএসের উপর হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে কবে, কখন ওই হামলা চালিয়ে জঙ্গিদের হত্যা করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে সাফল্য আসলেও তারা এখনো নিরাপত্তার জন্য হুমকি। কেননা তারা নিজেদের যুদ্ধ কৌশল ইরাক ও সিরিয়ার বাইরে অন্যান্য দেশে ছড়িয়ে দিচ্ছে।

ওবামা বলেন, জঙ্গিরা যতই ইরাক ও সিরিয়ায় তাদের দখলকৃত জায়গা হারাচ্ছে ততই তাদের হামলার লক্ষ্যবস্তু ইরাক ও সিরিয়ার বাইরে নিয়ে যাচ্ছে। এতে করে পুরো বিশ্ব হামলার আশঙ্কায় রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top