সকল মেনু

অলিম্পিক মশাল হাতে দৌঁড়ালেন ড. ইউনুস

অলিম্পিক মশাল হাতে দৌঁড়ালেন ড. ইউনুসঅলিম্পিক মশাল হাতে রিও’র রাস্তায় দৌঁড়েছেন প্রফেসর মুহম্মদ ইউনুস। ব্রাজিল সময় ১৫.২২ এবং বাংলাদেশ সময় রাত ১২.২২ মিনিটে অলিম্পিক আসরে প্রথম বাংলাদেশী হিসেবে মশাল হাতে দৌঁড়ান তিনি।

রিও অলিম্পিকের পর্দা উঠতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণ থাকে বরাবরই নামে মাত্র। তবে এবার ইউনুস সৌজন্যে অলিম্পিক শুরুর আগে বাংলাদেশের নাম থাকছে বেশ গৌরবের সঙ্গেই!

ব্রাজিলে অলিম্পিক মশাল বহনে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ নিজেই পছন্দ করেছেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে।

এবারের অলিম্পিকের মশাল যাত্রা শুরু হয়েছিল এপ্রিলের ২১ তারিখ। ঐতিহ্য অনুযায়ী গ্রিসের অলিম্পিয়া থেকে যাত্রা শুরু করে ৩ মে ব্রাজিলে পৌঁছায় অলিম্পিক মশাল।

এরপর প্রায় তিনশ’ শহর ঘোরা শেষে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে মারাকানা স্টেডিয়ামে মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে শেষ হবে এই যাত্রা।

অলিম্পিকের প্রেরণা সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্যই উদ্বোধনী অনুষ্ঠানের আগেরদিন মশাল হাতে দৌঁড়ে অংশ নেন ড. ইউনুস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top