সকল মেনু

২০ বছর পর অলিম্পিকে আর্জেন্টিনার হার

ঢাকা:  মেসির হঠাৎ অবসর দলটিকে এমনভাবে এলোমেলো করে দিয়ে গেছে, সেখান থেকে উঠতেই পারছে না ম্যারাডোনার দেশ। অলিম্পিকের নিয়মানুযায়ী ২৩ বছরের বেশি বয়সী তিনজনকে খেলানো যায়। সেই হিসেবে মেসি খেললেও খেলতে পারতেন। তিনি না খেলায় আরো কয়েকজন খেলতে চাননি। ফলে অনভিজ্ঞদের নিয়ে দল সাজাতে বাধ্য হয় আর্জেন্টিনা। প্রথম ম্যাচে তারই প্রভাব দেখা গেল। পর্তুগালের কাছে ২-০ গোলে হারতে হয়েছে লাতিন আমেরিকার পরাশক্তিদের।

অলিম্পিক ফুটবলে গত ২০ বছরের মধ্যে এই প্রথম হারলো ২০০৪ ও ২০০৮ সালে সোনা জেতা আর্জেন্টিনা। ২০০০ ও ২০১২ অলিম্পিকে খেলার সুযোগ পায়নি দেশটি।

এদিন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। আর্জেন্টিনা খেই হারায় দ্বিতীয়ার্ধে।

৬৬তম মিনিটে স্ট্রাইকার পাসিয়েনসিয়া নিচু শটে এগিয়ে দেন পর্তুগালকে।

৮৪তম মিনিটে পিটের দূরপাল্লার শট আর্জেন্টিনা গোলরক্ষক ঠেকাতে না পারায় জয় নিশ্চিত হয়ে যায় পর্তুগালের।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় ‘ডি’ গ্রুপের ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে পর্তুগাল। রাত তিনটায় আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া।

argentina_122659

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top