জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির সাম্প্রতিক আচরণকে ‘নতুন প্রেম’ বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, “বিএনপির একজন নেতা যেই জামায়াততে ছাড়ার কথা বলছে, সেই জামায়াতের সঙ্গে তাদের (বিএনপি) আবার নতুন প্রেম হয়ে গেছে। এরা বাইরে বলে এক কথা, ভেতরে আরেক কথা।”
জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যের আহ্বান সরকারকে জানিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর বিএনপি বলয়ের মধ্যে জামায়াতকে ছাড়ার কথা সম্প্রতি উঠেছে।
বিএনপি সমর্থক পেশাজীবীদের নেতা জাফরুল্লাহ চৌধুরীর পর অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ দুদিন আগে জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানানোর পর তা তার ‘ব্যক্তিগত মত’ বলে প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “এদের সাথে ঐক্য তো দূরের কথা, সংলাপ করারও প্রশ্ন ওঠে না।”
বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে জোট শরিক গণআজাদী লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন এবং জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে একথা বলেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক নাসিম।
জঙ্গি তৎপরতার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে তিনি বলেন, “এই জঙ্গি-সন্ত্রাসবাদের পেছনে কে আছে? যারা জঙ্গি দমনের পর দরদ দেখায়। সেই বিএনপি-জামায়াতই এদের মদদদাতা। এটা আজ প্রমাণিত হয়েছে।”
গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদের (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, গণআজাদী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান।