নিউ জিল্যান্ডের একটি শহরে অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) মত দেখতে নতুন এক যন্ত্র বসানো হয়েছে যেখানে মনের অনুভূতির জানান দেয়া যাবে।
‘মুডব্যাংক’ নামে একটি আর্ট প্রজেক্টের অংশ হিসেবে অন্য কয়েকটি শহর ঘুরে হোয়াঙ্গারেইতে মেশিনটি বসানো হয়েছে বলে নর্দার্ন অ্যাডভোকেট জানিয়েছে।
মেশিনটির স্পর্শকাতর স্ক্রিনে আঙুল ছোঁয়ালে দেখা যাবে মানুষের ১ হাজার ভিন্ন ভিন্ন অনুভূতির ঘর। পথচারীরা ওই এটিএমে তাদের মনের তখনকার অনুভূতি জানাতে পারবেন, যা পরে প্রজেক্ট ওয়েবসাইটেও দেখা যাবে।
উদ্যোক্তাদের আশা, এর ফলে শহরের মানুষের অনুভূতির মানচিত্র সম্পর্কে ধারণা পাওয়া যাবে সহজেই।
আর্ট প্রজেক্টটির পরিকল্পনা করেছেন শিল্পী ভেনেসা ক্রোয়ি। মানুব মনের অনুভূতি প্রকাশে যন্ত্রের ভূমিকা নিয়ে ভাবতে গিয়েই এ ধরনের মেশিনের কথা তার মাথায় আসে।
পরিকল্পনা অনুযায়ী মেশিনটিকে প্রথমে ওয়েলিংটনের একটি পুরনো ব্যাংকের জায়গায় রাখা হয়। এরপর অকল্যান্ডে ঘুরে টুগেদার তাহি নামে একটি কম্যুনিটি সংগঠনের অনুরোধে হোয়েঙ্গারিতে আসে ‘অনুভূতির এটিএম’।
অর্থ ও অর্থনৈতিক উন্নয়নের চিন্তা থেকে সরিয়ে মানুষকে ভালো থাকার দিকে মনোযোগী করতেই ‘টুগেদার তাহি’ মেশিনটি নিয়ে আসার চিন্তা করে বলে তাদের মুখপাত্র অ্যাশ হলওয়েল জানান।
“ওহ! ম্যাকডোনাল্ডসে ৬০ জনের চাকরির সুযোগ হয়েছে- এমন কথাবার্তার বাইরে এসে শহরের বাসিন্দা হিসেবে আমরা কেমন আছি তা নিয়েও হয়তো আলোচনার সুযোগ সৃষ্টি করবে এই মেশিন,” বলেন হলওয়েল।
তিনি জানান, মেশিনটি এক জায়গায় আটকে রাখা হবে না, বরং বিভিন্ন স্থানে ঘুরিয়ে ঘুরিয়ে রাখা হবে।
“আমরা একে শহরটি ঘুরিয়ে দেখাতে চাই, এর ফলে সব এলাকার মানুষের মনের খবরও খানিকটা জানা যাবে।”
অক্টোবরের স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা হাত থেকেও এ মেশিন শহরের বাসিন্দাদের ‘খানিকটা মুক্তি ও আনন্দ’ দেবে বলে হলওয়েলের বিশ্বাস।