সকল মেনু

ইসলাম ধর্মকে হেয়কারীদের বিরুদ্ধে সোচ্চার হোন : প্রধানমন্ত্রী

hasina-3-290x177হটনিউজ২৪বিডি.কম : ইসলাম ধর্মকে যারা হেয় করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার) রাজধানীর আশকোনাস্থ হজক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ, এখানে জঙ্গিবাদের কোন ঠাঁই হবে না। সরকার সুষ্ঠভাবে হজ পালনের সকল ব্যবস্থা নিয়েছে।

জঙ্গিবাদ রুখতে যার যার অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘সুষ্ঠুভাবে হজ পালনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। কেউ যেন হজের নাম করে সৌদি আরবে থেকে না যায় এ বিষয়ে নজর দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয় এর জন্য প্রশংসা করেছে। আমরা এই সুনাম অব্যাহত রাখতে চাই।’
উল্লেখ্য এ বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামীকাল (বৃহস্পতিবার)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top