সকল মেনু

পার্বতীপুরে ৭ শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

index রাইসুল ইসলাম,পার্বতীপুর,দিনাজপুর:  “জঙ্গিবাদ নিপাত যাক, সন্ত্রাসীরা সাবধান” এই শ্লোগান তুলে দিনাজপুরের পার্বতীপুর শহরের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান আজ শনিবার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩০ মিনিট পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে অনুষ্ঠিত এ মানবন্ধন কর্মসূচিতে ৭ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারী অংশ নেন। এতে বক্তব্য রাখেন, জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেকউল্লাহ, পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুুল ইসলাম, মনিরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ সরকার, আবদুল সাফী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম প্রমুখ। বক্তারা দেশে চলমান সন্ত্রাসী ও জঙ্গি কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখার ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top