সকল মেনু

১৯ জনকে হত্যার পর আত্মসমর্পণ করে হত্যাকারী যুবক

jfghj-290x160আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : জাপানের সাগামিহারা শহরের একটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যার পর দেশটির পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করে হত্যাকারী সাতোশি ইউমাতসু।

মঙ্গলবার (২৬ জুলাই) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

পুলিশ জানায়, সোমবার (২৫ জুলাই) স্থানীয় সময় রাত ২টা ৩০মিনিটে সাগামিহারা শহরের সুকুই ইমাইউরি সেন্টারে ছুরি নিয়ে হামলা চালায় ওই যুবক। এ সময় ১৯ জন নিহত হন এবং আহত হন ২৬জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে হামলার আধাঘণ্টা পর স্থানীয় পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করে ওই যুবক। পৃথিবী থেকে প্রতিবন্ধিতা দূর করতেই এ হামলা চালিয়েছে বলে দাবি করে সে। পাশাপাশি থানায় প্রবেশের আগে হামলায় ব্যবহৃত ছুরিটি পুলিশ স্টেশন সংলগ্ন একটি গাড়িতে রেখে যায় সে।

হামলার আগে ওই যুবক হাতুড়ি দিয়ে কেন্দ্রটির জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বলে সংবাদমাধ্যমকে জানায় পুলিশ। সে ওই প্রতিবন্ধী কেন্দ্রটির সাবেক কর্মচারী বলেও জানান তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top