সকল মেনু

ঢাবিতে ধর্মঘটের পোস্টার লাগানোর সময় আটক ১

Afgh-290x147হটনিউজ২৪বিডি.কম : বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতের দেওয়া দণ্ডের প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ডাকা শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের সমর্থনে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের এক কর্মীকে আটক করা হয়েছে।

শনিবার রাত পৌনে ১১টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম নূরে আলম ইমন। তিনি ফজলুল হক মুসলিম হলে থাকেন। তিনি ছাত্রদলের হল কমিটির সদস্য।

জানা যায়, কার্জন হল এলাকায় ‘তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক রায় ঘোষণার প্রতিবাদে ছাত্র ধর্মঘট’ লেখা পোস্টার ও ব্যানার লাগাতে যায় কয়েকজন ছাত্রদল নেতা। খবর পেয়ে ফজলুল হক মুসলিম হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ধাওয়া করেন। এ সময় অন্যরা নিরাপদে সরে যেতে সক্ষম হলেও নূরে আলম ইমন ছাত্রলীগ নেতাদের হাতে ধরা পড়েন। পরে তাকে মারধর করে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top