সকল মেনু

যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন ফখরুলরা

fakrul_22747হটনিউজ২৪বিডি.কম : ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আলোচনায় যোগদান শেষে দেশে ফিরেছে বিএনপির প্রতিনিধি দল। আজ শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।

গত ১৯ জুলাই অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নিতে গত ১৬ জুলাই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। তবে লন্ডনে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে কারণে হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আলোচনায় অংশ নিতে পারেননি তিনি। আলোচনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সেখানে বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, জঙ্গি হামলা, মানবাধিকারসহ চলমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করা হয়।

এদিকে, সেন্ট্রাল লন্ডনের হিলটন হোটেলে স্থানীয় সময় গত বৃহস্পতিবার এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের রায়কে প্রতিহিংসামূলক উল্লেখ করে এর প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপি এ সভার আয়োজন করে।

সেখানে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, জনগণের ভালোবাসায় সিক্ত। ষড়যন্ত্র করে সাজানো মামলায় রায় দিয়ে তার অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top