সকল মেনু

শিগগির রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ হবে

muhit1469105891নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম : হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ইতিমধ্যে রিজার্ভ চুরি বিষয়ে আমি বক্তব্য দিয়েছি। আমার মনে হয়, কয়েক দিনের মধ্যে আমাদের তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হবে। আমি চেষ্টা করব, চলতি অধিবেশনের কোনো এক সময়ে এ বিষয়ে বক্তব্য রাখতে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়। যা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত ছিল।

এ ঘটনার পর পরই বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিলেও তা প্রকাশিত হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top