আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার রাতে তুরস্কে সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পরিপ্রেক্ষিতে দেশটিতে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছে সরকার।
প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান এক বিবৃতিতে জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।
আঙ্কারায় প্রেসিডেন্ট ভবন থেকে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেন, ‘সেনাবাহিনীর মধ্যে থাকা সব ভাইরাস দূর করা হবে। এই জরুরি অবস্থা গণতন্ত্র, আইন ও স্বাধীনতা রক্ষার জন্যই জারি করা হয়েছে।’
অভ্যুত্থান চেষ্টাকারীদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রায় ২৪৬ জন লোক প্রাণ দিয়েছেন। তাদের শহীদ আখ্যা দিয়ে তাদের প্রশংসা করেছেন এরদোগান।
এরই মধ্যে তুরস্কে ৬০০ স্কুল বন্ধ করা হয়েছে। হাজার হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে দেশটির সরকার।